1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিয়ায় ঘের দখলকে কেন্দ্র করে কৃষক খুন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

 

পুকল কুমার ঘোষ,

স্টাফ রিপোর্টারঃ

নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (০৪ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল মোল্যা ওই গ্রামের মৃত হক মিয়ার ছেলে। এ হত্যার ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান,কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের চাঁচুড়ী বিলের একটি মাছের ঘেরের দখল নেয়াকে কেন্দ্র করে গত এক বছর যাবত কৃষ্ণপুর গ্রামের গোলাম মস্তফা ওরফে নফু মোল্যা গ্রুপ ও শিবলী নোমান প্রিন্স ফকিরের গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত একবছর ধরে এবিষয়ে একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তা নিয়ে কমপক্ষে উভয় পক্ষের ৪ টি মামলা চলমান। নফু মোল্যার দখলে থাকা মাছের ঘেরটি রোববার সকাল সাড়ে ১০ টার দিকে প্রিন্স ফকিরের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘেরটি কোন বাধা ছাড়াই দখল করে নেয়। পরে তারা ফিরে আসার পথে নফু মোল্যার সমর্থক ইস্রফিলকে রাস্তার ওপর পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরই প্রিন্স ফকির ও তার সমর্থকরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন গনতদন্তকে বলেন,‘মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে। বর্তমান পরিস্থিতি শান্ত আছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট