1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁয়ে শশুরকে জখম করলো পুত্রবধু, অবস্থা আশংকাজনক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার পুত্রবধুর বিরুদ্ধে। গত বুধবার রাতে শশুরকে বাসায় একা পেয়ে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আহত শশুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় বৃহস্পতিবার সকালে আহতের স্ত্রী রাহিমা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

 

আব্দুল মান্নানের অবস্থার অবনতি হলে চিকিৎসকগন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রেরন করেন।

আহতের স্ত্রী রাহিমা বেগম জানান, উপজেলার হাতকোপা গ্রামের বাসিন্ধা আব্দুল মান্নান। গত ৮মাস আগে একটি বেসরকারী এনজিও থেকে ১০ লাখ টাকা ঋণ গ্রহন করেন। ঋণ নেয়ার সময় তার বড় ছেলে সৌদি আরব প্রবাসী কাউসার মিয়ার স্ত্রী চামেলী বেগমকে সদস্য করে ঋণ গ্রহন করেন। ঋণের টাকার চেক পেয়ে সরল বিশ্বাসে তার পুত্র বধু চামেলী বেগমের ব্যাংক হিসাবে জমা দেন। কিছুদিন পর আব্দুল মান্নান জানতে পারেন চামেলী বেগম তার ব্যাংক হিসাব থেকে দুই লাখ টাকা উত্তোলন করে খরচ করে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন শশুর। এ বিষয়টি তার পুত্রবধু চামেলী বেগমের কাছে জানতে চাইলে পুত্রবধু টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করলেও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের পরিবারের সাথে চামেলী বেগমের দ্বন্ধ শুরু হয়। পরে আব্দুল মান্নান পুলিশের সহযোগিতায় ব্যাংক ও এনজিও কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংক হিসাব জব্দ করেন।

আব্দুল মান্নান পুত্রবধুর উত্তোলিত দুই লাখ টাকা ক্ষতিপূরন দিয়ে এনজিওর ঋণ নেওয়া ১০লাখ টাকা ফেরত দেন। এক পর্যায়ে পুত্রবধুকে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চামেলী বেগম গত বুধবার রাত সাড়ে ৮ টার দিকে তার বাড়িতে এসে মান্নানকে একা পেয়ে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। মান্নানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আব্দুল মান্নান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবীর পরিচর্যা কেন্দ্র (আইসিও) চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহতের ছোট ছেলে রাসেল মিয়া জানান, তার বাবা আইসিইউতে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, শশুরকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। মামলা প্রক্রীয়াধীন রয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট