মোঃ সম্রাট তালুকদার
স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীন পাখিমারা গ্রাম থেকে ২৪ কেজি নিষিদ্ধ গাজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,খুলনা শাখার একটি দল। গ্রেফতারকৃত আসামী উক্ত গ্রামের মৃত লুতফর রহমান সরদারের ছেলে লেকবার সরদার (২৪) ।
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ইং সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে অভিযান চালিয়ে আসামী লেকবার সরদারের নিজ বসতবাড়ির খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় থাকা ২৪ কেজি অবৈধ গাজা সহ আটক করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মোঃ নবী নেওয়াজের সার্বিক তত্বাবধানে উপ পরিদর্শক কে এম হানিফ,উপ পরিদর্শক রাফিজা খাতুন,সহকারি উপ পরিদর্শক মোঃ আজগর আলী, সহকারি উপ পরিদর্শক গোলাম মোস্তফার সমন্বয়ে একটি অভিযান দল অভিযানটি পরিচালনা করেন এবং পরবর্তীতে খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক মোঃ নবী নেওয়াজ বাদী হয়ে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেন এবং আসামীকে আদালতে প্রেরণ করার জন্য নড়াগাতী থানা পুলিশের কাছে সোপর্দ করেন।