1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমানে ফেন্সিডিল,অস্ত্র ও গুলি সহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

চয়ন আহমেদ, কুষ্টিয়া :

 

র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ১৯৩৬ বোতল ফেনসিডিল, ০১টি বিদেশী পিস্তল ও ০৮ রাউন্ড গুলি, ও দেশীয় হাসুয়া সহ মাদক সম্রাজ্ঞী শেফালী (৫০) নামের একজন নারী গ্রেফতার হয়েছে।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ২ টার সময় কুষ্টিয়া দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রাম এলাকা থেকে মাদক সম্রাজ্ঞীকে আটক করে ফেন্সিডিল ও অস্ত্র সহ গুলি উদ্ধার করে র‍্যাব। গ্রেফতারকৃত মোছাঃ শেফালী খাতুন (৫০) কুষ্টিয়া দৌলতপুর চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামের ওমর বেপারীর স্ত্রী।

 

বুধবার (২৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টার সময় কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার লে: কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ।

 

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, র‌্যাব-১২, সিরাজগঞ্জ

হেডকোয়ার্টারের অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, এর দিক নির্দেশনায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চিলমারী ইউনিয়ন খাজিরাথাক গ্রামে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে মাদক সম্রাজ্ঞী মোছাঃ শেফালী খাতুন (৫০) এর হেফাজত থেকে ১৯৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় (যার আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা)। সেই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি বিদেশী পিস্তল, ০৮ রাউন্ড গুলি, ০২টি হাসুয়া এবং মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

গ্রাফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পারিবারিকভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং মাদক ব্যবসার কাজে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে। উক্ত আসামি কুষ্টিয়া, পাবনা এবং রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিলো বলেও জানায় র‍্যাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট