1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কুলিক নদীতে রাতে বালু উত্তোলন সকালে বন্ধ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম রাণীশংকৈল উপজেলা প্রতিনিধিঃ

 

কুলিক নদীতে রাতে বালু উত্তোলন সকাল হলেই উত্তোলন বন্ধ এমনই রমরমা অবৈধ বালু উত্তোলনের কাজ চলছে জেলার রানীশংকৈল উপজেলার কুলিক নদীতে |২৯ ফেব্রুয়ারি ( বৃহষ্প্রতিবার) সকাল ৬ টায় সরজমিনে গিয়ে দেখা যায় – উপজেলার উমরাডাঙ্গী( বিরাশি) ব্রীজের পুর্ব পাশে ৫-৭ টি ট্রাক নিয়ে আইনকে তোয়াক্কা না করে স্বাধীন মনোবল নিয়ে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রীর উদ্দেশ্য নিয়ে যাচ্ছে নামে বেনামে তাদের গন্তব্যে |

 

উমরাডাঙ্গী ব্রীজের পুর্ব পাশ থেকে একই জায়গায় বালু উত্তোলন করার কারনে নদীর তল পেটে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে |এতে বর্ষা মৌসুমে আশেপাশের গ্রামসহ আবাদী জমি নদী ভাঙ্গনের মুখে পড়বে বলে জানায় উমরাডাঙ্গী গ্রামেরই নাম বলতে অনিচ্ছুক এক স্থানীয় | বর্তমানে কুলিক নদী শুকনো থাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার সুযোগটা কাজে লাগাচ্ছে বালু খেকোরা |

জানা যায় — উমরাডাঙ্গী গ্রামের আবুল হোসেন(৪০) দীর্ঘদিন যাবৎ রাত ৪ থেকে সকাল ৭ টা পর্যন্ত ১ দিন পরপর নদী থেকে ৫-৭ টি ট্রাকে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রী করেন |

রাতে বালু উত্তোলনের বিষয়টি অকপটে স্বীকার করেছেন বালু খেকো আবুল হোসেন |

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান–আমি এখন ব্যস্ত আছি পরে বালু ব্যবসায়ীদের ব্যবস্থা নেয়া হবে |

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট