স্টাফ রিপোর্টারঃ
মোঃ সম্রাট তালুকদার
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষ্যে ১২৫ রানের টার্গেট তাড়া করে ২ উইকেট এর জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো লাল সবুজের দল ।
৮ই জুন (শনিবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬ টায় টেক্সাসের,গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে ডি-গ্রুপের পনের তম ম্যাচে মুখোমুখি হয় প্রতিদ্বন্দ্বী এই দুই দল ।
এ দিন, শুরুতে টসে জিতে ফিলডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপটেন নাজমুল হোসেন শান্ত। এটি যে সঠিক সিদ্ধান্ত ছিলো তা প্রমাণ করেন টাইগার বোলাররা। রিসাদ হোসাইন,মুস্তাফিজ ,তাসকিনদের বোলিং নৈপুণ্যতায় মাত্র ১২৪ রানে লংকানদের আটকে ফেলতে সক্ষম হয় বাংলাদেশ। ম্যাচের শুরুটা অবশ্য দাপটের সাথেই করেছিলো হাসারংগার দল । সাকিব আল হাসানের ৪ বলে ৪ টি চারের মার,পাওয়ার প্লে-তে ৫৩ রানের উড়ন্ত সূচনার পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ১৫ তম ওভারে বল করতে আসা রিসাদ হোসাইন। পর পর দুই উইকেট নিয়ে শ্রীলংকার বড় স্কোর এ স্বপ্ন ভেংগে দেন তিনি। রিসাদের সাথে যুক্ত হয়ে মোস্তাফিজ , তাসকিন ও চাপে রাখে লংকানদের ,ফলে লো স্কোর করেই মাঠ ছাড়েন তারা।
জবাবে, স্বল্প রান তাড়া করতে নেমে আবারো টপ অর্ডারের বিপর্যয় ঘটে টাইগার শিবিরে । মাত্র ২৮ রানে ৩ উইকেট ও দলীয় ক্যাপ্টেন কে হারিয়ে ঠাই হারনোর উপক্রম বাংলাদেশের ,ঠিক সেই মুহূর্তে তৌহিদ হৃদয় ও লিটন দাস দলের দ্বায়িত্ব কাধে নিয়ে চাপ সামলে ৬৩ রানের জুটি করতে সক্ষম হন। হৃদয়ের ৩ বলে ৩টি উজাড় করা ছক্কার মাধ্যমে ম্যাচ আসে হাতের মুঠোই। ওই ওভারেই জুটি ভাঙ্গলে রোমাঞ্চ শুরু হয় আবার ও ,সাকিব ,রিসাদের উইকেট এর পর ম্যাচের উত্তেজনা বৃদ্ধি পায় শিখরে। পরবর্তীতে দ্বায়িত্ব কাধে নিয়ে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে এক ওভার হাতে রেখেই বাংলাদেশকে ২ উইকেট এর জয় এনে দেয় মাহামুদুল্লাহ রিয়াদ।
৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের রিসাদ হোসাইন।
বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার ও প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে ভরাডুবি সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছিলো নাহ লাল সবুজের এই দলটির।
কিন্তু নিজেদের প্রথম ম্যাচে স্বস্থির জয় দিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল নাজমুল হোসেন শান্ত বাহিনী।