1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

খেলার মাঠে অভিনব প্রতিবাদ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

সৈয়দ আলীউজ্জামাম মহসিন, কিশোরগঞ্জ

গতকাল ২৯/০৬/২০২৪ সনিবার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে “গাংকুলপাড়া স্বপ্ন যুব সংঘের ” ১৩তম ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, খেলার মাঠে

“চেয়ারম্যান মেম্বার ভাই ভাই গাংকুলপাড়া রাস্তা চাই, রাস্তা যদি না পাই ভবিষ্যতে ভোট নাই ”
লিখা এই অভিনব ব্যানারটি সকলের দৃষ্টি আকর্ষণ করে।

উপস্থিতি দর্শকদের সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন যাবৎ এই গ্রামের মূল রাস্তাটি (কাঁচা) পুননির্মাণ বা সংস্কার না হাওয়ায় গ্রামের কয়েক হাজার মানুষ সহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা চরম দুর্ভোগে রয়েছে । বিভিন্ন সময় স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের কাছে দফায় দফায় দাবি উত্থাপন করা হলেও নানান অযুহাতে অদ্যাবধি এর কোনো প্রতিকার না পাওয়ায় খেলের মাঠে এই দাবি বা প্রতিবাদী ব্যানারটি প্রদর্শন করেন।

ওয়ার্ড মেম্বার শামসুজ্জামান সোহেবের সভাপতিত্বে খেলাটির আনুষ্ঠানিক উদ্ভোদন করেন দৈনিক গণতদন্ত পত্রিকার জেলা প্রতিনিধি ও কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলীউজ্জামাম মহসিন। অনুষ্ঠানে আচমিতা ইউ: পি: চেয়ারম্যান মতিউর রহমান প্রধান অতিথি থাকলেও তিনি আসেননি।

পরে কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি মাসুদুল ইসলাম সবুজ ওয়ার্ড মেম্বারের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি তার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তার ক্ষমতা ও বরাদ্দ অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাবেন বলে জানান ও বিষয়টি যথাযথ কতৃপক্ষের নজরে নেবেন বলে সবাইকে আস্বস্ত করেন। ইউ: পি চেয়ারম্যান উপস্থিত না থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চিরায়ত বাংলার গ্রামীণ জনপদের সাধারণ মানুষের জনপ্রিয় বিবাহিত বনাম অবিবাহিত খেলায় ধারাভাষ্যকার হিসাবে ছিলেন মোঃ বুরহান উদ্দিন। খেলায় বিবাহিত দল ২-১ গোলে জয়লাভ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট