আঃ মান্নান (রূপসা প্রতিনিধি)
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল রাজনৈতিক পট পরিবর্তন এর পর হতে পরিষদে অনুপস্থিত থাকায় আজ ৯(নয়)জন ওয়ার্ড সদস্য ও ৩(তিন)জন সংরক্ষিত সদস্যদের সর্বসম্মতিক্রমে পূর্বের প্যানেল চেয়ারম্যানগণকে দায়িত্ব হতে অব্যহতি দেওয়া হয়।জনগণের কাঙ্খিত সেবা প্রদানের লক্ষ্যে সকলের সম্মিলিত সিদ্ধান্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ২নং ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ মোঃ ইলিয়াজ হোসেন শেখকে।প্যানেল চেয়ারম্যান-২ মোঃ মাসুম শেখ (৯ নং ওয়ার্ড)ও প্যানেল চেয়ারম্যান-৩ লিপিকা রানী দাসকে(সংরক্ষিত সদস্য) মনোনীত করা হয়।