1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রীও নিহত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। গত ১৮ মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে নিহত হওয়ার পর তিনি স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিসের হাসপাতালকে কেন্দ্র করে বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় চিকিৎসাধীন অবস্থায় থাকা নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া ইসমাইল বারহুম নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, একটি বিস্তৃত গোয়েন্দা তথ্য অনুসরণ করে বেসামরিক ক্ষতি কমানোর জন্য আধুনিক অস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং বিবিসি অ্যারাবিকে ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আলজাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে।

এরপরই সেখানে আগুন লেগে যায়। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে হাসপাতালটি হামলায় নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থল থেকে ফুটেজে দেখা গেছে যে একটি সিঁড়ির পাশের একটি অংশে আগুন লাগা ছাড়া হরতালটিতে হাসপাতাল ভবনটি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়নি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট