1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মুন্সিগঞ্জ জেনারেল হসপিটালের ভিতরে ময়লা আবর্জনা রোগীদের অভিযোগ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ সদর জেনারেল হসপিটালের ভিতরে দিনদিন রোগীর সংখ্যা বাড়লেও হাসপাতালের পরিবেশ ও পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ এমন নানা অভিযোগ উঠেছে রোগী ও স্বজনদের।

(২৭) এপ্রিল আজ রবিবার সরজমিনে ঘুরেফিরে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন কেবিন ওয়ার্ডের টয়লেটগুলো অপরিস্কার যথেষ্ট ঘাটতি দেখা গিয়েছে বিছানার নিচে তেলাপোকা অপরিচ্ছন্নতা। পুুরো হাসপাতাল জুড়ে ছাড়পোকা, টিস্যু আর ময়লা আবর্জনা ভরা ক্যামেরায় ওঠে আসে চিত্র।

এছাড়াও জেনারেল সদর হসপিটালে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী ও তাদের স্বজন বলেন, এই হাসপাতালের কোনো পরিবেশ নেই। টয়লেট এবং মেঝে অপরিস্কার থাকে। হুট হাট কুকুর ঢোকে। পরিচ্ছন্ন কর্মীর তো দেখাই মেলে না। তাছাড়া খাবার পানির বা কাপড় ধোয়ার জন্য বেগ পেতে হয়। সেবার মান খারাপ, জনবলসংকট সহ নানাবিধ অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

মুন্সিগঞ্জ সদর জেনারেল হসপিটালের কর্তৃপক্ষ তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবীর বলেন, হাসপাতালের মধ্যে সতর্ক বার্তা দেওয়া হয়েছে দালাল হইতে সাবধান থাকুন। প্রতারক হইতে সাবধান থাকুন। দালাল/প্রতারকের কথা শুনবেন না। দালাল/প্রতারক কে ধরিয়ে দিন। টাকা পয়সা/স্বর্ণালংকার নিজ হেফাজতে রাখুন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়।

এছাড়াও তিনি আরো বলেন, হসপিটালের এড়িয়ার মধ্যে ফুটপাত গড়ে উঠেছে এদের বিরুদ্ধে লিখুন আমরাও তাদের বিরুদ্ধে সরিয়ে নিবো এবং দুর্নীতি অনিয়মের যদি কোন অভিযোগ পান তাহলে আইননুগ ব্যবস্থা গ্রহণ করবো। এবং আরেকটি বিষয়ে সব সময় নার্সরা ২৪ ঘণ্টা রোগীর সেবায় নিয়োজিত থাকেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট