1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজনে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১’লা মে) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শোভাযাত্রা শেষ হয়।  এতে অংশ নেয় বিভিন্ন শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবী মানুষ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের কল্যাণ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থবহ হয় না।’

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, পৌর প্রশাসক মো. জুয়েল রানা, সহকারী পরিচালক শ্রম অধিদপ্তর বরিশাল মোহাম্মদ সেলিম মিয়া, জেলা জামায়াতের আমীর অ্যাড. আলহাজ্ব মো. নাজমুল আহসান,সদর থানার ওসি: ইমতিয়াজ আহমেদ, শ্রমিক দল সভাপতি জায়েদুর রহমান খান বাবু,  গণ অধিকার  পরিষদের জেলার সভাপতি নজরুল ইসলাম লিটু প্রমুখ।

বক্তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট স্কয়ারে শ্রমিকেরা আট ঘণ্টা কাজ, ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে শান্তিপূর্ণ ধর্মঘটে অংশ নেন। সে সময় পুলিশের গুলিতে বহু শ্রমিক নিহত হন। সেই আত্মত্যাগ বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট