1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

দুর্ঘটনার রাস্তায় রক্ত নয়,চাই নিরাপদ মহাসড়ক: নড়াইল-কালনা মহাসড়ক ছয় লেনের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

 

মো.নয়ন শেখ,স্টাফ রিপোর্টার:

নড়াইল থেকে কালনা পর্যন্ত মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গাড়ির গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা রোধে এই মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,লোহাগড়া উপজেলা,পৌর ও কলেজ শাখা।

রবিবার (৪ মে) বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলা মেন গেটের সামনে নড়াইল-কালনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই মহাসড়কে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে এই সড়ক রক্তস্রোতের পথে পরিণত হবে।”

এ সময় বক্তৃতা দেন—
নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান,লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান,লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম গিয়াসউদ্দিন জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আরও জানান, শুধুমাত্র রাস্তার অবকাঠামোগত উন্নয়ন নয়, চালকের সচেতনতা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সঠিক গতিসীমা নির্ধারণ করাও জরুরি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ে মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার পাশাপাশি দুর্ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট