1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

অব্যাহত সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবে বিএমএসএফ’র সাংবাদিক সমাবেশ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

ফৌজি হাসান খান রিকু ,
স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-(বিএমএসএফ) ঘোষিত ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন ও সারা দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন ও হামলা, মামলার প্রতিবাদে আজ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (৭ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য জাতীয় গণমাধ্যম সপ্তাহ ও সাংবাদিক  সমাবেশ সফল করার জন্য সংগঠনের সকল পর্যায়ের সদস্যসহ সকল গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে সোমবার (৬ মে) এক বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহসহ অগণিত দিবস রয়েছে। সে সকল সপ্তাহ এবং দিবস আমাদের দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপন করা হয়ে থাকে। কিন্তু সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩রা মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও বাংলাদেশে হয়না,এটি গণমাধ্যমের জন্য অমর্যাদার ও দুঃখজনক ।

দেশ গঠনের ৫৪ বছর সময়ে দাড়িয়ে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়; যা বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের রুটিরূজি-বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও মাঠে কাঁদছে তারা অথচ কোনও সুরাহা নেই , আমরা এসবের সুরাহা চাই।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৭ সাল থেকে ৩রা মে বিশ্ব গণমাধ্যম দিবসকে মাঝে রেখে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ নামে একটি সপ্তাহের প্রবর্তণ করে ৯বছর ধরে উদযাপন করে আসছে।

এ সমাবেশের মাধ্যমে সাংবাদিক নির্যাতন মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একটি কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট