আঃ মান্নান (রুপসা প্রতিনিধি) : রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের ছাত্র শিবিরের সাবেক সভাপতি,পাথরঘাটা গ্রামের অছেল শেখ (৩১) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন আমীর অধ্যাপক আসাদুজ্জামান এর চাচাতো ভাই ও পাথর ঘাটা গ্রামের শেখ মুজিবুর রহমানের পুত্র ও জামায়াতে ইসলামীর যুববিভাগের ৫ নং ওয়ার্ড সভাপতি। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায় গতকাল ৯ মে সকাল ৭ টায় সেচের জন্য নিজস্ব মৎস ঘেরে যায়। এ সময় পানির মোটর লাইনে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় নিজে বিদ্যুৎ লাইনের তদারকি করতে গেলে শর্টসার্কিট হয়ে পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞান অবস্থায় অছেলকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত অছেল শেখের তিন বছর বয়সের একটি কন্যা শিশু রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের জানাজা আজ রাত ১০ টায় পাথরঘাটা গদাইখালী তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন ঘটনাটি আমরা জানা মাত্রই তদন্ত করেছি, মৃত অছেল শেখ ঘেরে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে অসতর্কতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।