1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বরিশাল অঞ্চলে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এর আঞ্চলিক কমিটি ঘোষণা।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এর গত ০৭/০৫/২০২৫ তারিখ ২১সদস্যর সমন্বয় ও ৫ জন উপদেষ্টা করে বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিটি করেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক আমিরুল হাসান ও সদস্য সচিব খাঁন জুলফিকার আলী। উক্ত কমিটি লিখিত ভাবে প্রকাশের পূর্বে জুম মিটিং এর মাধ্যমে সকল সদস্যের সিদ্ধান্ত মোতাবেক কমিটি ঘোষণা করা হয়। উক্ত জুম মিটিং এর সভাপতিত্ব করেন ১ নং উপদেষ্টা জনাব অমিতাভ বসু, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী।
জুম মিটিং এর মাধ্যমে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিটি অনুমোদন দেয়া হয়। সভাপতি আনোয়ার হোসেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালী, ও সাধারণ সম্পাদক বদিউজ্জামান খাঁন সোহাগ উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী, কোষাধ্যক্ষ নয়ন মিস্ত্রি, উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী সহ মোট ২৬ জনকে বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হয়।

উক্ত কমিটির ১ নং উপদেষ্টা অমিতাভ বসু জানান
বরিশাল আঞ্চলিক কমিটি গঠন প্রক্রিয়ায় এবং অনুমোদনে কেন্দ্রীয় কমিটি কে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে তিনি আরো বলেন, ফরেষ্টারদের কল্যানে বরিশাল আঞ্চলিক কমিটি নিরলসভাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। পদ বা পদবী কোন বিষয় না। আমি মনে করি এই কমিটি সকলের বিপদে এগিয়ে আসবে। সকল সদস্য একত্র হয়ে বন ও বনভূমি রক্ষা করতে বদ্ধপরিকর হবে। সর্বপ্রথম আমরা বনের সৈনিক, এটা মনে রাখতে হবে। এখন সময় হয়েছে জাত গ্রোত্র ভূলে সকল ধরনের বিবেদ ভেঙ্গে একত্র হওয়ার। এই কমিটি এই দায় নিয়ে কাজ করবে বলে আঞ্চলিক কমিটির বিশ্বাস। সর্বোপরি সদ্য আঞ্চলিক কমিটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক আমিরুল হাসান ও সদস্য সচিব খাঁন জুলফিকার আলী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট