সাইদ গাজী ,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৭শত পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার নারানদিয়া জয়নদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম রমজান মোল্যা (৩০), সে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আবজাল মোল্যার ছেলে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম মাদক ব্যবসায়ী রমজান মোল্যাকে ৭শত পিস ইয়াবা সহ আটক করে। গত কয়েক বছরের মধ্যে মাদকের বড় একটি চালান আটক করা হলো। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। সব ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।