1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীর গলাচিপায় ২’য় বৃহত্তম নগরী উলানিয়া বাজার রক্ষার্থে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার ২’য় বৃহত্তম উলানিয়া বাজার এলাকায় ভেরীবাঁধ নির্মাণ কাজের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সকল স্থাপনা উচ্ছেদ করার ঘোষণা দেয়া হয়েছে। উপকুল অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের বানিজ্যিক বন্দর নগরী হিসেবে পরিচিত। বাজারে ৪/৫ শো দোকানপাট রক্ষার্থে স্থানীয় ব্যাবসায়ী ও সাধারন মানুষের আয়োজনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ২০’মে দুপুর ১ টার সময় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উলানিয়া বাজারের ছোটবড় ব্যাবসায়ীদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। যার অনুলিপি, প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা গলাচিপা এবং সভাপতি উলানিয়া হাট বাজার কমিটি ও চেয়ারম্যান রতনদী তালতলী ইউনিয়ন পরিষদকে প্রেরন করা হয়েছে।

উক্ত মানববন্ধন কর্মসূচি ও স্মারক লিপি প্রদানকালে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি , শ্রমিকদলের নেতাকর্মী ও বাজার কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ ৫-৬ শো ব্যাবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা অংশ গ্রহন করেন।
মানববন্ধনে উপস্থিত জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খাঁন বলেন, সাধারন ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে উলানিয়া বাজার বন্দর নগরী হাটটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তাই সরকারের উন্নয়ন মুলক কাজের জন্য যতটুকু জায়গা প্রয়োজন এর মধ্যে থেকে ভেড়ীবাঁধ নির্মান করলে বৃহত্তম বাজারটির কয়েক হাজার বাসিন্দা অর্থনৈতিক সংকটের হাত থেকে রক্ষা পাবে এবং তাদের সময় সীমা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। উপজেলা বিএনপির সভাপতি  সিদ্দিকুর রহমান বলেন জনসার্থে কর্তৃপক্ষ মানবিকতার পরিচয় দিবে আশা করি সেই সাথে উন্নয়ন মুলক কাজের জন্য সহযোগিতা করা হবে। তবে বৃহত্তম বাজারটি বাচিয়ে রেখে যতটুকু জায়গা প্রয়োজন সেটা নিয়ে ভেরী বাঁধ নির্মাণ করার অনুরোধ জানান। এছাড়াও বাজার কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও উপস্থিত ব্যাবসায়ীরা জেলা প্রশাসকের প্রতি আস্থা রেখে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী জায়গা নিয়ে বন্দর নগরী উলানিয়া হাট বাজার কে রক্ষা করবেন বলে জানান।

এসময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বলেন, এখানে শত শত ছোট ব্যাবসায়ীদের জীবিকা নির্বাহ করার একমাত্র পথ উলানিয়া বাজার এই বাজার রক্ষা না হলে কয়েকশত পরিবার পথে বসে যাবে। কারন তারা বিভিন্ন এনজিও থেকে ক্ষুদ্র ঋন নিয়ে ব্যাবসা বানিজ্য করছেন এমতো অবস্থায় উচ্ছেদ অভিযান করা হলে সেটা হাজারো মানুষের কষ্ট সাধ্য হয়ে দাড়াবে এমনকি অনাহারে পরিবার নিয়ে মৃত্যু বরনও করতে পারে। তাই মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক সরেজমিনে গিয়ে দেখে, আমাদের অনুরোধ রাখবেন বলে অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট