মোঃ আনিসুর রহমান শেলী
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস মহা সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে সৌদি প্রবাসীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।
নিহতরা হলেন- আব্দুল ছালাম -(৪০) ঘাটাইলের হামিদপুর গোসাইবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে ও এস এম আলম (৬৫) মির্জাপুর উপজেলার সাটিয়াচুড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
শুক্রবার বিকেল ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ
মহাসড়কের কালিহাতী উপজেলা বাংড়া ইউনিয়নের মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে উল্টে পড়ে বিদ্যুতের খুঁটির ধাক্কায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো ১২ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করেছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই কামরুল বলেন,
জানান, নিহত ও আহতদের উদ্ধার করে
হাসপাতালে পাঠানো হয়েছে।