ওসমান গনি
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা মেঘনা নদীর পানির তোড়ে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩০ হাজার টাকা,৩০ কেজি চাল সহায়তা দিলেন জেলা প্রশাসক। মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রামে দুর্ঘটনা জনিত কারণে গরুর মৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জেলা পরিষদ কর্তৃক অনুদান প্রদান করা হয়েছে।
ভাটি বলাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে জেলা প্রশাসক উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত জানান বিপদকালীন সময়ে আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি । আপনাদের পাশে দাঁড়াতে পেরে আপনাদের কিছু সহায়তা দিতে পেরে ভালো অনুভব করতে পারছি। আপনাদের ক্ষতির পরিমাণ পুরোপুরি সহায়তা করতে পারি নাই। প্রতিটি গরু ৩০ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রাথমিক অবস্থায় সহায়তা দেওয়া হলো। বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ে থেকে আপনাদের জন্য সহানুভূতি প্রকাশ করেছেন ।
ভাটি বলাকি গ্রামের কৃষি নির্ভর এবং গরু লালন পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে যুব সমাজকে লেখাপড়া করে উচ্চ পর্যায়ে মর্যাদা অর্জনের সক্ষম হওয়ার আহ্বান রাখেন। গ্রামবাসীর অনুরোধে ভাটিবলাকি গ্রামের জনগণের ভবিষ্যৎ কল্যাণ নিশ্চিতে নদীর সংলগ্ন নতুন জেটি নির্মাণে অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক ও গরু মালিককে পর্যায়ক্রমে আরো অনুদান দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা আক্তার,উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন শরীফ,উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃরিগান মোল্লা, উপজেলা প্রান ও দুর্যোগ অধিদপ্তর কর্মকর্তা সাইদ মল্লিক,হোসেন্দী ইউনিয়ন পরিষদ সচিব,একাধিক ইউনিয়ন পরিষদ মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ