লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল জুবলী এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় রামুস্থ জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়, রাংকুট, রাজারকুল, কক্সবাজারে সুবিধাবঞ্চিত রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ ও চশমা বিতরণ ও চোখের ছানি নির্ণয় চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় উক্ত ক্যাম্পে প্রায় ৫৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে বাছাইকৃত ১৪০ জন রোগীকে চট্টগ্রামস্থ লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের কার্যক্রম হাতে নেওয়া হয়।।উক্ত অনুষ্ঠানে ক্লাব সভাপতি লায়ন খাজা মাইনুদ্দিন সভাপতিত্বে আলোচনা করেন লায়ন্স জেলা ৩১৫ বিচারের রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন ওসমান গনি এমজেএফ তিনি বলেন দৃষ্টি হোক সবার অধিকার! সবাই যেন দৃষ্টির সুবর্ণ সুযোগ পায় সুবিধাবঞ্চিতদের এবং কম সৈভাগ্যবান মানুষগুলোর উন্নয়নের জন্য লায়ন্সদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া এবং সকল লায়ন্স সদস্যদের ক্লাব কার্যক্রমের মাধ্যমে সহায়তার প্রয়োজন এমন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আরোও বক্তব্য রাখেন লায়ন এম. শওকতুল,লায়ন মির্জা মোঃ মনসুরুল হক,লায়ন শারমিন সুলতানা মৌ, সেন্ট্রাল জুবলি ক্লাব সভাপতি লায়ন আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন লায়ন মোঃ মাহবুবুল ইসলাম সুমন,লায়ন ফাতেমা জান্নাত, লায়ন মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, লায়ন নুরুল আমিন,লায়ন মোঃ আব্দুস শুক্কুর চৌধুরী, মাহবুব, সহকারী শিক্ষক স্বদ্বীপ বড়ুয়া,সুঠান বড়ুয়া,রিমন বড়ুয়া সহ অন্যন্য।