1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন। 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

 

মোঃ হাইউল উদ্দিন খান গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর মেট্রো থানাধীন পশ্চিম ধীরাশ্রম ফুলবাড়িয়া গ্রাম এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।গত বুধবার রাত সারে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সালেমা বেগম (৫০) পশ্চিম ধীরাশ্রম ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা মো: করম আলির মেয়ে। ঘাতক স্বামী হলেন মো: মোস্তফা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্ত্রী সালমা বেগমকে নির্মমভাবে কুপিয়ে জখম করে ঘাতক স্বামী মোস্তফা। এরপর এলাকার বাসিন্দারা দরজা খুলে স্ত্রী সালমা বেগমকে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক স্বামী মোস্তফাকে বেঁধে রেখে পুলিশে খবর দেয় স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে আরো জানা যায়, বুধবার রাতে মোস্তফা বাড়ি ফেরায় পর স্বামী ও স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঘাতক স্বামী মোস্তফা ক্ষিপ্ত হয়ে ঘরের দরজা আটকে স্ত্রী সালেমার মাথায় ধারালো দা-দিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে।এ সময়  আশেপাশের মানুষ তার চিৎকার শুনে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ঘাতক স্বামী মোস্তফা বলেন, আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি, আমি দরজা খুললে আপনারা আমারে মাইরা ফেলবেন।

এরপর স্থানীয় লোকজন অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা খুললে স্ত্রী সালমা বেগমকে ফ্লোরে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়, পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়, এদিকে ঘাতক স্বামী মোস্তফাকে বেঁধে রাখেন  স্থানীয়রা। এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করলে গাজীপুর সদর মেট্রো থানার পুলিশ এসে ঘাতক স্বামী মোস্তফাকে আটক করে।

নিহত সালেমা বেগমের বড় মেয়ে মোসা: মর্জিনা আক্তার জানান, তার মা সালেমা দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্বামী মোস্তফা কে বিয়ে করে একসাথে সংসার করে আসতেছিল। হঠাৎ করে এই ঘটনা ঘটে। রাতে হঠাৎ আমার মা চিৎকার করে বলেন, মর্জিনা বাঁচা ‘আমারে মাইরা ফেললো।

এরপর আমি পাশের রুম থেকে চিৎকার শুনে দ্রুত বের হয়ে দরজা খোলার জন্য ডাকাডাকি করি, কিন্তু আমার মা দরজা খুলে নি। পরে এলাকার লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা এসে আমার মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমার মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হইছে, আমি এই হত্যার কঠিন বিচার চাই।

এ বিষয়ে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। অভিযুক্ত স্বামী থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট