
সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশের মাঠ প্রশাসনের অন্যতম ভরসার নাম হয়ে উঠছেন একঝাঁক সৎ, কর্মঠ ও দূরদর্শী তরুণ কর্মকর্তা। তাঁদেরই একজন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সন্তান নয়ন কুমার সাহা।
যিনি বর্তমানে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুশাসন, আইনের শাসন ও জনসেবায় অটল থেকে তিনি খুব অল্প সময়েই জনগণের আস্থাভাজন হয়েছেন। তার দায়িত্ব গ্রহণের পর উলিপুরে আইন-শৃঙ্খলার যে উন্নয়ন ঘটেছে তা নিঃসন্দেহে দৃশ্যমান ও প্রশংসনীয়, এবং বিভিন্ন মহল থেকে তিনি প্রশংসায় ভাসছেন।
শৈশব থেকেই তিনি ছিলেন শৃঙ্খলাপূর্ণ, মেধাবী ও স্বপ্নবাজ। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন জেলার স্থানীয় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনেই তাঁর লক্ষ্য ছিল প্রশাসনের মাধ্যমে দেশের সেবা করা। সেই লক্ষ্যে অবিচল থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি উত্তীর্ণ হন ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে।
২০১৮ সালে প্রশাসন ক্যাডারে নিয়োগের পর ৪ আগস্ট ২০২১ সালে সরকারি চাকরিতে যোগদান করেন নয়ন কুমার সাহা। তাঁর প্রথম কর্মস্থল ছিল রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা। সেখানে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ দুই বছর ছয় মাস সুনামের সঙ্গে সেখানে কাজ করে জনগণের আস্থা অর্জন করেন। ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি হ্রাস, ডিজিটালাইজেশন, স্বচ্ছতা ও জনবান্ধব সেবার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
প্রশাসনের নীতিনিষ্ঠ কর্মধারার স্বীকৃতি স্বরূপ নয়ন কুমার সাহা পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিযুক্ত হন।
২৮ জানুয়ারি ২০২৫ তিনি উলিপুর উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পরপরই উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। মাদকবিরোধী অভিযান, বাল্যবিবাহ রোধ, কিশোর গ্যাং দমন, অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছেন। উপজেলায় বর্তমানে সংঘবদ্ধ অপরাধ, ভয়ভীতি কিংবা প্রভাবশালীদের দুর্ব্যবহার নেই বললেই চলে। সাধারণ মানুষ বলছেন— “নয়ন স্যার আসার পর উলিপুরে শান্তি ফিরেছে।”
তিনি শুধু প্রশাসনিক দায়িত্বেই থেমে থাকেননি, বরং জনসচেতনতা তৈরিতে করেছেন অনেক ব্যতিক্রমী উদ্যোগ। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধ ও সুশাসন বিষয়ক আলোচনা করেছেন। গণশুনানি, ভ্রাম্যমাণ অফিস, ইউনিয়ন পর্যায়ে জনসেবা সপ্তাহ আয়োজন করে সাধারণ মানুষকে প্রশাসনের সেবা কেন্দ্রে নিয়ে এসেছেন।
নয়ন কুমার সাহা একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা, যিনি বিশ্বাস করেন, “জনগণের প্রতি দায়বদ্ধতা ছাড়া প্রশাসনের সার্থকতা নেই।” তাঁর প্রশাসনিক দর্শন হলো—স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিকতা। তিনি অনলাইন সেবা, ডিজিটাল ফাইল ট্র্যাকিং, ই-নথি ব্যবস্থাপনা এবং দ্রুত সমস্যা নিষ্পত্তিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করেছেন।