মোঃ আসাদুল ইসলাম, বগুড়া প্রতিনিধি।
বগুড়ায় বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম গত ১৯ শে জুলাই ২০২৫ ঢাকার মতিঝিল থেকে গ্রেফতার হয়েছেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে বগুড়ায় চীপজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোটে হাজির করে।
উল্লেখ্য যে এ্যাড শাহীনকে ১৪ এপ্রিল ২০১৯ তারিখে নিশিন্দারা উপশহর এলাকায় গ্যাং গ্রুপের মাধ্যমে ছুরিকাঘাতে হত্যা করা হয়; হত্যার পেছনে স্থানীয় পরিবহন মালিকদের সংগঠন “মোটর মালিক গ্রুপ”–এ নেতৃত্ব নির্ধারণের দ্বন্দ্ব কাজ করেছিল। নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী ১৬ এপ্রিল ২০১৯ তারিখে সদর থানায় মামলা দায়ের করেন। এতে ৬ জনের নাম উল্লেখ ও ৫ জন অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়, প্রথমে দুই আসামি–রাসেল ও পায়েল–গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-মতিঝিল এলাকা থেকে প্রধান আসামি আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।