1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতী সড়কে গর্ত, ঝুঁকি নিয়েই চলছে যানবাহন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ আনিসুর রহমান শেলী :
কালিহাতী পৌরসভায় পাকা সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী। উপজেলার কলেজ মোড় থেকে পারখী ইউপি ভায়া বড়চওনা সড়কে পৌরসভার হরিপুর মোড়ের সামনে এই গর্তের সৃষ্টি হয়েছে।
এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।

রবিবার (২০ জুলাই ) সকালে সরেজমিন সড়কে গিয়ে দেখা যায়, পৌরসভার হরিপুর মোড়ের সামনে সড়কটির একপাশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও পথচারী।

ওই গর্তের পাশ দিয়েই ঝুঁকি নিয়ে চলছে অটোরিকশা, রিক্সা, ভ্যান অ্যাম্বুলেন্স, ট্রাক, ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। ওইস্থান দিয়ে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনা ও জীবনহানির ভয়ে যাত্রী ও গাড়িচালকদের চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা যায়।

স্থানীয় বাসিন্দা আবিদ আলী বলেন, রাস্তার পাশে পুকুর থাকায় অতি বৃষ্টির কারণে রাস্তাটি ভেঙ্গে গেছে। পাকা সড়কে প্রায় ৮-১০ফুট গর্ত বিশাল ব্যাপার। গুরুত্বপূর্ণ এ সড়কে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।

মোটরসাইকেল চালক সেলিম মিয়া জানান, এ সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে দিনের বেলা কোনো রকমে চলাচল করা গেলেও রাতের বেলা অতিরিক্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

এ বিষয়ে কালিহাতী এলজিআরডি কর্মকর্তা আরিফ হোসেন জানান, বৃষ্টি কারণে রাস্তাটি ভেঙে গেছে। আজকে অফিস থেকে লোকজন পাঠিয়েছি আশা করি ভেঙ্গে যাওয়া রাস্তাটি দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক হবে।স্হানীয় কমিশনার এনামুল হক জানায় আমাদের রাস্তাটি বৃষ্টির কারনে ভেঙ্গে গেছে কতূপক্ষকে জানিয়েছি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট