1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নকলায় পরিবেশ রক্ষায় ১০ হাজার কৃষ্ণচূড়া গাছ রোপণের মহতী উদ্যোগ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

হেলাল উদ্দিন বাবু, নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা উপজেলার পরিবেশ রক্ষায় ১০ হাজার কৃষ্ণচূড়া গাছ রোপণের মহতী উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী ও ‘নকলা অদম্য মেধাবী’ সংস্থার চেয়ারম্যান আবু শরিফ কামরুজ্জামান।

“সবুজে প্রাণ, গাছে জীবন” — এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সড়কের পাশে ও জনসমাগমস্থলে এই গাছগুলো রোপণের কার্যক্রম শুরু হয়েছে। শুধু কৃষ্ণচূড়া নয়, এর পাশাপাশি বকুল ও শিউলি ফুল গাছও প্রতিদিন রোপণ করা হচ্ছে উপজেলা জুড়ে। ইতোমধ্যে প্রায় দুই হাজার গাছ রোপণ সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন উদ্যোক্তা।

আবু শরিফ কামরুজ্জামান বলেন,

নকলা আমার প্রাণের জায়গা। প্রবাসে থেকেও আমি সব সময় আমার এলাকার জন্য কিছু করতে চাই। বকুল, কৃষ্ণচূড়া শুধু সৌন্দর্যই নয়, এটি ছায়া দেয়, প্রাণবায়ু দেয়। আমি চাই, পুরো নকলা কৃষ্ণচূড়ার লাল ফুলে রাঙিয়ে উঠুক।”

 

‘নকলা অদম্য মেধাবী’ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকদের একটি দল গঠন করা হয়েছে। তাদের তত্ত্বাবধানে রোপণকাজ সুচারুভাবে এগিয়ে চলছে।

এই ব্যতিক্রমী উদ্যোগকে আরও শক্তিশালী করতে পাশে দাঁড়িয়েছেন নকলা উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান এবং ৮নং চর অষ্টধর ইউনিয়নের সাতবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম মাহবুব আলী চৌধুরীর সুযোগ্য সন্তান রাব্বেনূর চৌধুরী। এছাড়াও সহযোদ্ধা হিসেবে রয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন।

এ মহতী পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।

এই গাছরোপণ কার্যক্রম নিঃসন্দেহে নকলার পরিবেশ রক্ষা এবং সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট