মোঃ আনিসুর রহমান শেলী :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে টাঙ্গাইলের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (ড্যাব) আজীবন সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাব ঢাকা মেডিকেল কলেজ শাখার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মো. শাহ আলম তালুকদার।
তিনি বিএনপির পক্ষ থেকে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মনোনয়ন প্রত্যাশী।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় উপজেলার এলেঙ্গা রিসোর্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ‘ফিনান্সিয়াল টুডে’র নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রঞ্জন কৃষ্ণ পন্ডিত, রশিদ আহম্মেদ আব্বাসী ও বুলবুল মল্লিকসহ আরও অনেকে।
অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার বলেন, সাংবাদিকদের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধির রাষ্ট্রে পরিনত হবে। এছাড়াও তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে তৃণমূল পর্যায়ে পোঁছে দেওয়ার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, “দেশের মালিকানা জনগণের হাতে। তাই