স্টাপ রিপোর্টার: নির্মল ইন্দু সরকার
আয়কর আইন ২০২৩ এর ৩২৭ ধারার বিধানে নতুন প্রায় ১৩,০০০ জনকে আয়কর আইনজীবী সনদের জন্য মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এর বিসিএস (কর) একাডেমি। ২০২৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হয়ে চলতি বছরের জুলাই মাসে ভাইভা পরীক্ষার মাধ্যমে এ প্রক্রিয়া সমাপ্ত হয়। ২৮ হাজার আবেদনকারীর মধ্য থেকে প্রায় ১৪০০০ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় পাস করে। এখান থেকে ভাইভার মাধ্যমে ১২,৮৯০ জনকে আয়কর আইনজীবী সনদের জন্য সুপারিশ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের বিসিএস কর একাডেমি। সুপারিশ প্রাপ্তরা এখন সনদপত্র গ্রহণ করে এনবিআর নিবন্ধিত কোন করবারের সদস্য হয়ে আয়কর আইনজীবী হিসেবে কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এর আগে ছয় বার পরীক্ষার মাধ্যমে আয়কর আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে এ পরীক্ষা হয়েছিল। ৮ বছর পর এবার ২০২৫ সালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং করদাতার করভীতি আয়কর আইনজীবীদের মাধ্যমে দূর করা যাবে বলে অনেকেই মনে করেন।
আয়কর আইনজীবী হিসেবে সনদের জন্য সুপারিশ পাওয়া নির্মল ইন্দু সরকার বলেন “এটি সরকারের একটি ভালো উদ্যোগ । করদাতা অনেক সময় না বুঝে অথবা কোন কম্পিউটার দোকানের মাধ্যমে ভুল কররিটার্ন সাবমিট করে। একারনে ভবিষ্যতে তাদের অনেক সমস্যায় ভুগতে হয়। সনদপ্রাপ্ত কর আইনজীবীগণ একটি ভালো কর ব্যবস্থা তৈরিতে সরকারকে সহযোগিতা করতে পারবে। একই সাথে কর আইনজীবীদের সহযোগিতার কারণে করদাতাগনের মধ্যে করভীতি দূর হবে। “তিনি আরো বলেন খুব সুন্দর পরিবেশে অত্যন্ত চমৎকারভাবে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ।