আবু হানিফ :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও উপজেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল হালিম মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) রাত ৪ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় (৭৫) বছর।
আব্দুল হালিম মিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা দল, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
আজ বাদ আছর উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।