1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ: শিক্ষা উন্নয়নে সমন্বিত ভূমিকার আহ্বান

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়ায় শহীদ একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ব্যাচের কৃতীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম খালিদ হোসেন নবাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাংগীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সমন্বিত উদ্যোগ অপরিহার্য। কেবল শিক্ষকদের ওপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না, অভিভাবকদেরও সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কিভাবে সময় কাটাচ্ছে সে বিষয়ে খোঁজ রাখতে হবে।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন আনবে না। এই বয়সে মোবাইল আসক্তি হলে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষকদের সম্মান করতে হবে, কারণ শিক্ষককে অসম্মান করে কেউ কখনো মানুষ হতে পারে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, কালিয়া পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাজ্জাদ হুসাইন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু রেজাই রাব্বি কামাল এবং সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার সাহা।
সভাপতির বক্তব্যে এস এম খালিদ হোসেন নবাব বলেন, “শহীদ একলাছ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। আমরা একসাথে কাজ করলে আগামী দিনে এ বিদ্যালয় একটি মডেল প্রতিষ্ঠান হবে।”
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট