জন্মদিনে শুভেচ্ছা
মোঃ শাহিনুর রহমান রাইয়ান
পিতা মোঃ শফিউর রহমানের
এক মাত্র সন্তান বয়স ১৩
জন্ম তারিখ ০৮-০৯-২০১২ ইং।
সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে ঢাকা ক্যান্টনমেন্ট আদমজী স্কুল পাবলিক স্কুল। ফুটবল তার খুবই পছন্দের খেলা। বড় হয়ে ফুটবলার হতে চাওয়া তার। এছাড়াও মাএ ৬ বছর বয়সে কুরআন শিক্ষা অর্জন করেন । সে অল্প বয়স থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। সে ছোটদের স্নেহ ও বড়দের সন্মান করেন। তার জন্য সবাই দোয়া করবেন।