1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পাবনা ১ আসন ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

বুলবুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার : আগের অবস্থান ফিরে পেতে (৬৮-পাবনা ১ সাঁথিয়া)আসনের গেজেট বাতিলের দাবিতে গতকাল রবিবার(২১ সেপ্টেম্বর) পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন বিক্ষোভ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছেন বেড়া উপজেলা আসন পুর্নবহাল সর্বদলীয় সংগ্রাম কমিটি। সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের নেতৃত্বে সকাল ১১ টায় শত শত বেড়া উপজেলাবাসী জেলা প্রশাসক কার্যালয়ের মুল ফটকে উপস্থিত হয়ে নির্বাচন কমিশন কতৃক ৬৮-১ বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন কেটে নিয়ে ৬৮-২ সুজানগর উপজেলার সাথে যুক্ত করে গেজেট প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের এ পক্ষপাতিত্ব সিদ্ধান্ত প্রত্যারের দাবি করে বলেন,দাবি আদায়ে তারা শান্তিপুর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছেন। দ্রুত নির্বাচন কমিশন তাদের হটকারি সিদ্ধান্ত থেকে সরে না এলে পরবর্তীতে উদ্ভুত পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনই দায়ি থাকবেন জানা যায়, গত ৪ আগস্ট দেশের ৩৭ টি নির্বাচনী এলাকার আসন পুর্নবিন্যাস করে নির্বাচন কমিশন গেজে প্রকাশ করেন। সেখানে বেড়া উপজেলা একটি বৃহৎ অংশ কেটে নিয়ে সুজানগর উপজেলার সাথে যুক্ত করে শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে নিয়ে ৬৮-পাবনা ১ আসন হিসেবে ঘোষনা করা হয়। এ ঘোষণাকে বেড়া উপজেলার সাধারণ মানুষ চরম বৈষম্য ও গভীর ষড়যন্ত্র হিসিবে চিন্হিত করে ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছেন।ইতিমধ্যে আসনটিকে সাবেক অবস্থায় ফিরে পেতে প্রতিদিন মশাল মিছিল বিক্ষোভ মানববন্ধন রাজপথ নৌ-পথ অবরোধসহ হরতালের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে আন্দোলনরত সর্বদলীয় সংগ্রাম কমিটি। রোববার জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ মানববন্ধনে বক্তব্য রাখেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল সহসভাপতি সাজেদুল ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, বেড়া পৌর যুব দলের সাবেক নির্বাচিত সভাপতি ও আহব্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা,মঈন উদ্দিন খাজাসহ বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট