1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নড়াইলে নৃশংস হত্যা: বাঁশবাগানে ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টর:
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের এক বাঁশবাগান থেকে আকবর ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বুড়িখালি গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে।

নিহত আকবর ফকির শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। জীবিকার তাগিদে তিনি প্রতিদিন ইজিবাইক চালাতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে নিজের বাড়ি থেকে বের হয়েছিলেন আকবর ফকির। কিন্তু আর ফেরেননি। পরদিন সকালে গ্রামবাসী বাঁশবাগানে তালগাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার নিথর দেহ দেখতে পান। কাছ থেকে দেখা যায়—গলা কাটা, পুরুষাঙ্গ বিচ্ছিন্ন—অত্যন্ত ভয়াবহ দৃশ্য। মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বলেন,“এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে কিছুই নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

হত্যাকাণ্ডের নৃশংস ধরন স্থানীয়দের মনে গভীর ভীতির সঞ্চার করেছে। কেন, কী কারণে, কারা এমন নির্মম হত্যাকাণ্ড ঘটাল—সেসব প্রশ্নের উত্তর এখনও অজানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট