1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গলাচিপা প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের শোকবার্তা।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এক শোকবার্তায় গলাচিপা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি ও শিক্ষাবিদ সমিত কুমার দত্ত মলয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, “সমিত কুমার দত্ত মলয় ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক কণ্ঠস্বর, যিনি দীর্ঘদিন সাংবাদিকতা ও শিক্ষকতার মাধ্যমে সমাজে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। তিনি শুধু সংবাদপত্রের জগতে নয়, শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতির ক্ষেত্রেও ছিলেন অনন্য এক আলোকবর্তিকা। তার সততা, নৈতিকতা ও মানবিকতা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

শোকবার্তায় আরও বলা হয়, “তার মৃত্যুতে গলাচিপা প্রেসক্লাবসহ পুরো সাংবাদিক সমাজ ও শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা একজন অভিভাবকসুলভ নেতৃত্বদানকারী ব্যক্তিত্বকে হারালাম। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”

পটুয়াখালী জেলা প্রেসক্লাব মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট