জাকির হোসেন দিদার (রায়পুর) উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসন ও আর্ট স্কুলের যৌথ উদ্যোগে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সরকারি কমিশনার (ভূমি), রায়পুর থানার কর্মকর্তা, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা ইউএনও মোঃ ইমরান খানের দায়িত্বকালীন সময়ে রায়পুরে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, কর্মদক্ষতা, সততা ও আন্তরিকতার কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় ও আদর্শবান কর্মকর্তা হয়ে উঠেছিলেন।
বিদায়ী ইউএনও মোঃ ইমরান খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“রায়পুরে আমার দায়িত্বকাল স্মরণীয় হয়ে থাকবে। এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা সারাজীবন মনে রাখবো।”
অনুষ্ঠান শেষে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।