1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কালিহাতীতে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী

কালিহাতী উপজেলার কোকড়হরা ও নাগবাড়ী  ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির  নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থাপিত পূজামণ্ডপে তারা যান এবং হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ ও পূজা আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় পূজার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে বিএনপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলাদেশে সকল ধর্মের মানুষ সমানভাবে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। এই সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিভিন্ন পূজা মন্ডল পরিদর্শনে ছিলেন বিএনপির  কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য  লুৎফর রহমান মতিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হালিম মিঞা, সাবেক ড্যাব নেতা কালিহাতী আসনে এমপি প্রার্থী প্রফেসর ডাঃ শাহ আলম তালুকদার, পেশাজীবি ও শিক্ষক নেতা টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি কারা নির্যাতিত  অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহর আলী,নাগবাড়ী ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শামীম আল মামুন মুকুল, রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রশিদুল ইসলাম রতন ও
স্বেছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক আরিফ হোসেন কালিহাতী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রহিমা খাতুন সহ

কোকড়হরা ও নাগবাড়ী ইউনিয়ন বিএনপির যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা পূজামন্ডল পরিদর্শনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট