
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ বাবুর্চির মোড় এলাকায় আবারও একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৬টা ২২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, স্থানীয়রা প্রথমে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি এবং ভোগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুনে গুদামের বিপুল পরিমাণ ঝুট ও মালামাল পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।