
স্টাফ রিপোর্টার:
তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশ, সাংস্কৃতিক চেতনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম”-এর অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ও বহিরাঙ্গন অনুষ্ঠান।
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ বেতারের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ—বেলুন, ব্যানার আর সংগীতের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।
স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক মোঃ আলতাফ হোসেন, নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিশু-কিশোর ও নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলাদেশ বেতারের জনপ্রিয় শিল্পী কাজী শুভ,মৌসুমী, ইকবাল, বিউটি ও গামছা পলাশ তাঁদের সুরেলা কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ—যেখানে তারুণ্যের স্পন্দন, সংস্কৃতির রঙ ও মানবিক চেতনার আলো ছড়িয়ে পড়েছিল লোহাগড়ার আকাশে-বাতাসে।