
মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাত সারে সাতটার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মুকুল ওই এলাকার হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পার্শ্ববর্তী মৌলভীতবক সুলতান মাষ্টার বাড়ি জামে মসজিদের ইমাম। সে দুপুরের খাবার শেষ মসজিদে নামাজ পরাতে যান। সে সময় তার স্ত্রী ঘরেই অবস্থান করছিলেন। সন্ধ্যার পরে প্রতিবেশী এক নারী তাদের বাড়িতে এসে ঘরে এসে ওই নারীর লাশ দেখতে পায়। পরবর্তীতে তার ডাকচিৎকারে স্খানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
কলাপাড়া থানার ওসি মো,জুয়েল ইসলাম বলেন,সাথে সাথে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত।