1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

নির্বাচনী দায়িত্ব পালনই মূল লক্ষ্য : গাজীপুরের জেলা প্রশাসক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নির্বাচনী দায়িত্ব পালনই মূল লক্ষ্য : গাজীপুরের জেলা প্রশাসক

 

মোঃ হাইউল উদ্দিন খান গাজীপুর প্রতিনিধি

 

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন বলেছেন, তথ্য পাওয়া নাগরিকের অধিকার। কিন্তু এ তথ্য যেন অসৎ উদ্দেশ্যে বা কাউকে বিব্রত করার জন্য ব্যবহার করা না হয়। আমরা সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করি।

 

তিনি আরো বলেন, আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব-একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। মূলত সেই লক্ষ্য নিয়েই আমাকে গাজীপুরে পাঠানো হয়েছে। যতদিন দায়িত্ব পালন করবো, সততা-নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবো। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একসঙ্গে এগিয়ে যাবো।

 

তিনি গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, একটি প্রশাসনযন্ত্র সবার সমন্বয়ে চলে। আমরা অন্যের দায়িত্ব নিয়ে যত সচেতন, নিজের দায়িত্ব নিয়ে ততটা নই—এ প্রবণতা বদলাতে হবে। প্রশাসনের সীমাবদ্ধতা ও দুর্বলতাগুলো আপনাদের নজরে রাখতে হবে, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখুন, ত্রুটি-বিচ্যুতি থাকলে ধরিয়ে দিন।

 

সভায় সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরেন। এতে সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার নাসির আহমেদ, ইত্তেফাকের মুজিবুর রহমান, কালের কণ্ঠের শরীফ আহমেদ শামীম, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল, দেশ রূপান্তর পত্রিকার আমিনুল ইসলাম, যুগান্তরের রিপন শাহ, বাসসের হেদায়েত উল্লাহ, নয়া দিগন্তের আজিজুল হক, আলোকিত বাংলাদেশের আবুল হোসেন চৌধুরী, আজকালের খবর আবিদ হোসেন বুলবুল প্রমূখ।

 

মতবিনিময় সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুতাচ্ছেম বিল্লাহ। আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানাসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

মত বিনিময় সভায় জেলা প্রশাসক সকলের বক্তব্য মনোযোগ নিয়ে শুনেন। সমাপনী বক্তব্যে তিনি সাংবাদিকদের গঠনমূলক আলোচনায় সন্তোষ প্রকাশ করে বলেন, আমি অনেক তিক্ত কথা শুনার প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু আমি গাজীপুরের সাংবাদিকদের সুশৃংখল আচরণ ও গঠনমূলক আলোচনায় অভিভুত হয়েছি। তিনি ভবিষ্যতে জেলায় কর্মকালীন সময়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট