1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে কমিউনিটি স্কোরকার্ড সভা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

 

লুৎফর রহমান হীরা (চাটমোহর) পাবনাঃ

পাবনার চাটমোহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবিকায়ন উন্নয়নে সেবাদানকারী প্রতিষ্ঠান ও সেবাগ্রহণকারী কমিউনিটির পারস্পরিক সম্পর্ক সুদৃঢ়করণ, সেবার মানোন্নয়ন এবং সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণ বিষয়ক কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি মধ্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন মানব মুক্তি সংস্থা (এমএমএস) এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মতিউর রহমান। সঞ্চালনায় ছিলেন মোঃ আশিকুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল।

এ ছাড়া বক্তব্য রাখেন এমএমএসের প্রজেক্ট ফোকাল মোশারফ হোসেন, স্বর্ণা মাহাতো, রেনুকা মাহাতোসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জীবিকায়ন উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, সেবা পাওয়ার ক্ষেত্রের চ্যালেঞ্জ এবং সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ বৃদ্ধির বিষয়ে মতামত দেন।

মানব মুক্তি সংস্থা (এমএমএস) চাটমোহর উপজেলার তিনটি ইউনিয়নে আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আয়ের সুযোগ তৈরিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট