
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
‘শ্রেষ্ঠত্বের উল্লাস,গর্বের পথ নেতৃত্ব ২০২৫’ প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২৮তম বিশ্ববিদ্যালয় দিবস।
শনিবার (২২ নভেম্বর) এই দিবসটি পালন করা হয়।
১৯৯৮ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে গাকৃবির পথচলার সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই দিনব্যাপী নানা আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিবসটি উপলক্ষে সকালে উপাচার্যের নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরে কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা তুলে ধরে বক্তারা বলেন—গাকৃবি দেশের কৃষি গবেষণা, উদ্ভাবন ও আধুনিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে।
২০১৫ সালে প্রতিষ্ঠার মাত্র নয় বছরের মাথায় টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাংকিংয়ে জায়গা করে নেওয়া, একাধিক গবেষণা প্রকল্পে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনসহ সাম্প্রতিক সময়ের সাফল্য তুলে ধরে বক্তারা জানান, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের পর্যায়ে নিতে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগের উদ্যোগে পোস্টার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের উদ্ভাবন প্রদর্শনী এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সমাপ্ত হয় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন।
উপাচার্য তার বক্তব্যে বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অল্প সময়ে যে জায়গায় পৌঁছেছে, তা দেশের উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সমন্বয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখরভাবেই শেষ হয় গাকৃবির ২৮তম বিশ্ববিদ্যালয় দিবস।