1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

লালমনিরহাটে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত প্রেসফোরের নির্বাচন।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

 

‎লালমনিরহাট প্রতিনিধিঃ

‎মো: রব্বানী ইসলাম

‎লালমনিরহাট জেলার সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন প্রেসফোর এর নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিবান্ধা ডাকবাংলো ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা এ নির্বাচনে ৬৪ জন ভোটার নিয়ে ১৫ টি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছে । দিনভর ভোট গ্রহন শেষে ৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে ফরহাদ আলম সুমন ও ৪৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, মিজানুর রহমান দুলাল, ৩৪ ভোট পেয়ে যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, তন্ময় আহমেদ নয়ন, ৩২ ভোট পেয়ে সাংগাঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস বসুনিয়া পবন। এসময় বিজয়ী প্রার্থীরা ভোটারদের মাঝে মিষ্টি বিতরণ করেন।

‎লালমনিরহাটে সাংবাদিকতার বিকাশ ও পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষায় প্রেসফোর ১ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্থানীয় সংবাদকর্মীদের চাকরি, মর্যাদা, নিরাপত্তা এবং পেশাগত উন্নয়নে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করেছে। তাই প্রতি বছরের মতো এবারও নির্বাচন ঘিরে সাংবাদিক সমাজে আলাদা উচ্ছ্বাস ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

‎সকাল থেকে ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। হাসি–আনন্দ–কুশল বিনিময়ে পুরো পরিবেশটিই রূপ নিয়েছে এক মিলনমেলায়। ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। নির্বাচন কর্তৃপক্ষ সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দায়িত্বপ্রাপ্তরা কঠোর নজরদারিতে রয়েছেন।

‎নির্বাচন পর্যবেক্ষণে থাকা সিনিয়র সাংবাদিকরা বলেন, “এবারের নির্বাচনটি প্রেস ফোরকে আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং পেশাদার সাংবাদিকতার নতুন ধাপের দিকে এগিয়ে নেবে।”

‎উল্লেখ, প্রেসফোর এর ভোট গ্রহন চলাকালীন সময়ে রাজনৈতিক নেতা, গুণী সাংবাদিক , প্রশাসনিক কর্মকর্তা সহ সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এসময় ভোট কেন্দ্র পরিদর্শন করে লিখিত মন্তব্য প্রকাশ করেন।

‎লালমনিরহাট প্রতিনিধি/মো: রব্বানী ইসলাম

‎তারিখঃ ২২-১১-২০২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট