1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গজারিয়া গ্রামবাসীকে গুলি করে পালিয়ে গেল পাঁচ ডাকাত অস্ত্রসহ আটক ১

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা দেশীয় অস্ত্রসহ রবিন (৩০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় বাসিন্দারা।

 

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। আটক রবিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

 

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত ভাষারচর এলাকার নদীপথে ঢুকে পড়ে। ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। এসময় একজন যুবক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে।

 

 

গুলিবর্ষণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও গ্রামবাসীরা পিছু হটেনি। তারা সংগঠিত হয়ে ট্রলারটি ঘেরাও করে। পরে ধাওয়া খেয়ে পাঁচজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলতে সক্ষম হয় স্থানীয়রা। আটক যুবকের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড শটগানের গুলি, পিস্তল সদৃশ ম্যাচ লাইট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।

 

 

জিজ্ঞাসাবাদে আটক রবিন জানান, নদীতে বালুবাহী জাহাজ ও জেলেদের নৌকায় ডাকাতি করার উদ্দেশ্যে তারা সকালে বের হয়। দীর্ঘদিন ধরে নৌ-ডাকাত জিতু রাঢ়ীর নেতৃত্বে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে বলেও সে স্বীকার করে।

 

তবে অভিযোগ অস্বীকার করে জিতু রাঢ়ী বলেন, আমি নারায়ণগঞ্জে থাকি। এ ব্যাপারে জানার পর আমার লোকজনকে জিজ্ঞেস করেছি, এরা আমার লোক নয়। আমি এ ধরনের কোনো কাজে জড়িত নই।

 

এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবক ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও একটি ইঞ্জিন চালিত ট্রলার থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট