1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

চাটমোহরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ২৪ নভেম্বর বিকেলে চাটমোহর উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

সভায় জেলা প্রশাসক শাহেদ মোস্তফা উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি সরকারি সেবার মান বৃদ্ধি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক দিনের বিভিন্ন সময়ে ইউএনও কার্যালয়, পৌর ভূমি অফিস এবং চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সেবা কার্যক্রম ও দাপ্তরিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারি সেবাকে আরও কার্যকর ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকের এ মতবিনিময় ও পরিদর্শনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট