1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায়  “২৪ এর রংঙে গ্রাফিতি ও চিত্রাংকন ” প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরন অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (রূপসা প্রতিনিধি) : রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২৪-শে নভেম্বর রুপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায়  অফিসার্স ক্লাব মিলনায়তনে ২৪ এর রংঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে।

রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আনোয়ারুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও সনদ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা রিকতা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব নিত্যানন্দ মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা বজলুর রহমান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হায়দার আলী, প্রধান শিক্ষক অমল কুৃমার সিকদার, রুপসা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক, সামন্তসেনা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শফিউদ্দিন নেছারি।

উক্ত প্রতিযোগিতায়  কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে পুরস্কার গ্রহণ করে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে রুপসা মহিলা কলেজ, ৩য় স্থান অধিকার করে রুপসা সরকারি কলেজ।

মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে নবীনগর মাধ্যমিক বিদ্যালয়, ৩য় স্হান অধিকার করেছে  গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়।

আরো উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোঃ আঃ কাদের, বেলফুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক রীনা খাতুন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মচারী ও সুধীবৃন্দ।

সভায় প্রধান অতিথি  জুলাই ২৪ কে ধারন করে এবং জুলাই আকাংখা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট