
পুলক কুমার ঘোষ
স্টাফ রিপোর্টার
কালিয়া উপজেলার সর্বস্তরের সুধীজন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা–কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হ য়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন, কালিয়া, নড়াইলের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবন্তী বিশ্বাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সুধীজন ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা কালিয়া উপজেলার জনদুর্ভোগ, অবকাঠামোগত সীমাবদ্ধতা, সামাজিক অস্থিরতা ও উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের নিকট উপস্থাপন করেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল সালাম সবার মতামত গুরুত্বের সাথে শোনেন এবং বক্তব্যে বলেন, “এ দেশ আমার-আপনার সবার। উন্নয়ন শুধু কাগজে-কলমে নয়, বরং তা প্রতিফলিত হবে মানুষের জীবনযাত্রায়। একটি জেলার সাফল্য নির্ভর করে সচেতন নাগরিক, কার্যকর প্রশাসন ও সামাজিক ঐক্যের ওপর।” তিনি আরও বলেন, “নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল হতে হবে এবং আগামী প্রজন্মকে নৈতিকতা, দায়িত্ববোধ ও সচেতনতার পথে পরিচালিত করতে হবে।”
এ সময় তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রশাসনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি সামাজিক উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা, আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা প্রশাসক বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক কুশল বিনিময় করেন।