স্টাফ রিপোর্টার :নির্মল ইন্দু সরকার
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে অবরুদ্ধ করে রেখেছে ১-১২ তম নিবন্ধন সনদ প্রাপ্ত নিয়োগ প্রত্যাশীরা। আজ ২৩ নভেম্বর সকাল থেকেই দলে দলে যোগদান করে এ অফিস অবরুদ্ধ করে তারা। ফলে এনটিআরসিএ এর সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এ সময় তারা এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) নিয়ে দুর্নীতির অভিযোগ করেন ।তারা বলেন এনটিআরসিএ-এর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির রয়েছে।কর্মকর্তারা স্বজনপ্রীতি করে নিজেদের আত্মীয়-স্বজনদের নিয়োগ দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়ায় অর্থ বিনিময় হয়েছে।৬০ হাজার জাল সনদ দিয়েছে তারা।
৬০ হাজার জাল সনদধারীকে চাকরিচ্যুত করে ১-১২ তম নিবন্ধনে উত্তীর্ণদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
আন্দোলনরত একজন নিবন্ধনদারী শিক্ষক বলেন, আমরা যথাযথভাবে পরীক্ষা দিয়ে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। বয়সের দোহাই দিয়ে সরকার আমাদের নিয়োগ না দিয়ে জাল সনদদারীদের সরকার নিয়োগ দিয়েছে। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।