1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৪ মে ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

আশুলিয়ায় ৫ লক্ষ টাকার গাঁজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

মাহাবুব মন্ডল, আশুলিয়া, সাভার।

সাভারের আশুলিয়ায় বিপুল পরিমান মাদকসহ মোঃ সিরাজুল ইসলাম (২৮) ও মোঃ সাদির (৪৫) নামে দুই জনকে আটক করেছে র‍্যাব-৪। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও মোবাইল জব্দ করা হয়েছে।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানায় হস্তান্তর করে একটি মাদক মামলা দায়ের করেছে র‍্যাব-৪। গত শুক্রবার বেলা ১২ টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- পাবনা জেলার চাটমহল থানার ফৈলজানা গ্রামের মোঃ মফিজ উদ্দিন প্রমানিকের ছেলে মোঃ সিরাজুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার মহেশপুর গ্রামের মৃত আব্দুল হাসিম মেম্বারের ছেলে মোঃ সাদির।

 

এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বেলা ১২ টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় গোপন সূত্রে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে স্কচটেপ দিয়ে পেঁচানো প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় পাঁচ লাখ ১৩ হাজার দুইশত টাকা। এসময় জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান ও মোবাইল ফোন। দীর্ঘদিন যাবত পিকআপ ভ্যানে করে তারা বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করে আসছিল। গতকাল শনিবার সকালে আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) জোহাব আলী এ প্রতিবেদককে জানান, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট