1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালীতে ভারি বর্ষণে জলবদ্ধতায় নাকাল নগরবাসী, জনজীবনে দুর্ভোগ।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- টানা কয়েক দিনের ভারি বর্ষণে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে জেলার অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ভেসে গেছে চাষের জমি, মাছের ঘের ও পুকুর। শহর ও গ্রামে পানি জমে মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।

টানা কয়েক দিনের বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা,ভেসে গেছে মাছের ঘের, পুকুর ও চাষের জমি। শহর ও গ্রামের রাস্তায় পানি জমে মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার জন্য চলতি মৌসুমের সর্বোচ্চ।
পৌর শহরের তিতাস মোড়,সবুজবাগ, জুবিলী স্কুল রোড,নিউ মার্কেট সহ এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। শহরের বাড়িঘরেও পানি ঢুকে পড়ায় মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। গ্রামীণ অঞ্চলে স্রোতের পানিতে ডুবে গেছে অসংখ্য মাছের ঘের ও খামার।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরও জানান, পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উপকূলীয় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেকে আশঙ্কা করছেন, বৃষ্টি আরও কয়েকদিন চললে পটুয়াখালীতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। একইসঙ্গে তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট