1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

উলিপুরে নিউজের মন্তব্য চাওয়ায় সংবাদকর্মীকে হুমকি এসিল্যান্ডের

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে নিজ কক্ষে বসে থেকে বহিরাগত লোক দিয়ে সরকারি অফিস পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

বুধবার (৯ জুলাই) দুপুরে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সেখানে দেখা যায়, এসিল্যান্ড আরিফুল ইসলাম নিজের চেয়ারে বসে আছেন এবং তার সামনেই একজন বহিরাগত ব্যক্তি সরকারি কম্পিউটারে গুরুত্বপূর্ণ নথিপত্র দেখছেন ও কম্পিউটার পরিচালনা করছেন।

কম্পিউটার পরিচালনাকারী সম্পর্কে অফিস স্টাফের কাছে জানতে চাইলে বলেন, সে আমাদের অফিসের কর্মচারী নয়।

তবে তারা আরও জানান, এসিল্যান্ড আরিফুল ইসলাম উলিপুরে যোগদানের পর থেকেই এই ব্যক্তিকে অফিসের কাজে ব্যবহার করছেন।

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর উপজেলা সহকারী কমিশার (ভূমি) আরিফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, “তিনি কুড়িগ্রাম সদর অফিসের কম্পিউটার অপারেটর। আমার কাজে আমাকে সাহায্য করছেন।”

পরবর্তীতে ১০ মিনিট পর আবার সহকারী কমিশনার আরিফুল ইসলাম ফোন দিয়ে সংবাদ কর্মীকে দালাল আখ্যাক্ষিয়ত করে বলেন, উলিপুরে যে আমি একবারে চাকরি করতে আসছি এমনটা না। নেক্সট টাইম আমার অফিসে আসলে খবর করে ছেড়ে দিব বলে হুমকি দেন।

এবং তিনি আরও বলেন, আপনার মতো লোককে চাকরির শুরু থেক দেখে আসছি।

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে আমি বিষয়টি খতিয়ে দেখব।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট